Logo
Logo
×

সারাদেশ

স্বামী-স্ত্রী-কন্যার সিআইপি স্বীকৃতি লাভ

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ১০:৫১ পিএম

স্বামী-স্ত্রী-কন্যার সিআইপি স্বীকৃতি লাভ

বাংলাদেশ সরকার কর্তৃক বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তির (সিআইপি) স্বীকৃতি লাভ করেছেন সিলেটের একই পরিবারের স্বামী-স্ত্রী ও কন্যা। এফডিআই এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এ স্বীকৃতি লাভ করেন তারা।

শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের কাছ থেকে এ সনদ গ্রহণ করেন তারা।

সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী প্রিমিয়াম ফিশ অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কল্লোল আহমেদ, তার স্ত্রী মারুফা আহমেদ ও কন্যা মাহপারা আঞ্জুম আহমেদ সিআইপি স্বীকৃতি লাভ করেন। এর আগে ২০২১, ২০২২ এবং ২০২৩ সালে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগে অবদানের জন্য কল্লোল আহমদ ও তার পরিবার এ পুরস্কার পায়।

উল্লেখ্য, কল্লোল আহমেদ সিলেটে প্রিমিয়াম ফিস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ নামে একটি কৃষি-ভিত্তিক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখার পাশাপাশি বিশ্বমঞ্চে দেশের পণ্যের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম