সন্দ্বীপে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সমীর অস্ত্রসহ আটক
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৬ পিএম
সন্ত্রাসী রবিউল আমল সমীর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সন্দ্বীপের রবিউল আমল সমীরকে আটক করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।
গোয়েন্দা পুলিশের একটি দল শনিবার রাত পৌনে ১২টায় মগধরা ৭নং ওয়ার্ডের তীরার গৌ নতুন বাড়ি সমীরের শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করে।
এ সময় সমীরের কাছ থেকে অস্ত্র ওয়ান সুট, সাটার গাউন্ড ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ। পরে সন্দ্বীপ থানায় এনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সমীর মগধরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সামছুল আলমের ছেলে।
চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক হাবিবুর রহমান ও মোস্তাক আহমেদ চৌধুরী জানান, এই সমীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, এনএসআই, ডিজিএফআইয়ের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, নারী নির্যাতনসহ একাধিক মামলা চলমান, দীর্ঘদিন ধরে আমরা তাকে গ্রেফতারের জন্য অপারেশন চালাচ্ছিলাম।
এরই অংশ হিসেবে গতরাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। এ অভিযানে নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক ওয়াশিম ফিরোজ ও সীতাকুণ্ড সার্কেল অতিরিক্ত পুলিশ নায়হানুল বারী।