Logo
Logo
×

সারাদেশ

পোশাক শ্রমিককে পিটিয়ে মারলেন মোটর শ্রমিক লীগ নেতা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ পিএম

পোশাক শ্রমিককে পিটিয়ে মারলেন মোটর শ্রমিক লীগ নেতা

প্রকাশ্যে এক পোশাক শ্রমিককে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোটর শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে।  সদর উপজেলার বাঘের বাজারের বানিয়ারচালা এলাকায় শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে।

নিহত কামরুল ইসলাম (২১) বানিয়ারচালা এলাকার আব্দুল মান্নানের ছেলে।  তিনি মেম্বার বাড়ি এলাকার সিলিকন সুইং লিমিটেড নামে একটি কারখানায় অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।  অভিযুক্ত হত্যাকারী মাফুজুর রহমান একই এলাকার আইনদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ শেষে বাড়ি ফিরছিলেন কামরুল ইসলাম। এ সময় মোটর শ্রমিক লীগের নেতা মাহফুজুর তার গতিরোধ করেন।  পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ একটি লাঠি নিয়ে তার মাথায় আঘাত করে দৌড়ে পালিয়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পুলিশ তাকে আটক করতে অভিযান চালিয়ে যাচ্ছে। অবশেষে তাকে না পেয়ে তার মাকে আটক করেছে।

এলাকাবাসী জানান, মাহফুজুর রহমান মাদকাসক্ত ও সদর উপজেলা মোটর শ্রমিক লীগের সদস্য। এর আগেও তিনি বেশ কয়েকজনকে অকারণে মারধর করে আহত করেছেন। সে সব ঘটনায় তার বিরুদ্ধে বিচারও হয়েছে। 

জয়দেবপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম