নদীভাঙন রোধে স্থায়ী বাঁধে প্রাধান্য দিতে চান চঞ্চল
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ১১:০৪ পিএম
মানিকগঞ্জ-২ (সিংগাইর, হরিররমাপুর ও সদরের তিনটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল ২০ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করলেন। হরিরামপুর উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা ভাস্কর্য’র পাদদেশে শুক্রবার দুপুরে উন্মুক্ত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে তিনি পদ্মা নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণসহ শিক্ষা, কৃষি চিকিৎসা ও অবকাঠামো খাতকে প্রাধান্য দিয়েছেন। চঞ্চল স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য এবং সাবেক এমপি প্রয়াত সামসুদ্দিন আহমেদের ছেলে। ঈগল প্রতীকের প্রার্থী সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল বলেন, আমি আগের কোনো সংসদ-সদস্যের উন্নয়নমূলক কর্মকাণ্ড অস্বীকার করি না।
বরং আমি নির্বাচিত হলে পূর্ববতী উন্নয়নের ধারাবাহিকতার সঙ্গে আরও নতুনত্ব যোগ করব। নির্বাচিত হলে সাধারণ জনগণের স্বাস্থ্য, রাস্তাঘাটের উন্নয়ন, চরাঞ্চলে পর্যটন শিল্পের বিকাশ, মাদক নির্মূল, বাল্যবিয়ে রোধ, স্কুল কলেজে স্টুডেন্ট উইক, ডিবেটিং ক্লাব, বুদ্ধিবৃত্তিক চর্চা কেন্দ্র গড়ে তোলাসহ জীবনমান উন্নয়ন ও গণতান্ত্রিক সুযোগ-সুবিধা নিশ্চিতের জন্য কাজ করব।