Logo
Logo
×

সারাদেশ

এসিল্যান্ডের আসার খবরে পালিয়ে গেলেন বর! কনের বাবাকে জরিমানা

Icon

যশোর ব্যুরো

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৫ পিএম

এসিল্যান্ডের আসার খবরে পালিয়ে গেলেন বর! কনের বাবাকে জরিমানা

যশোরের চৌগাছায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে বন্ধ করেছেন এসিল্যান্ড গুঞ্জন বিশ্বাস। এ সময় কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। বিয়েবাড়িতে এসিল্যান্ড আসার খবর পেয়ে বর মারুফ হোসেন পালিয়ে যান।

শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের পাতিবিলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে গ্রামের শাহাজান আলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে চৌগাছার সহাকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে কনের বাবার বাড়িতে অভিযান চালান। 

বিয়েবাড়িতে এসিল্যান্ডের অভিযানের খবর পেয়েই বর একই উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের আমিনুর রহমানের ছেলে মারুফ হোসেন পালিয়ে যান। 

পরে এসিল্যান্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িতে উপস্থিত হলে বরযাত্রীরাও সটকে পড়েন। এ সময় মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার কথা স্বীকার করে নেওয়ায় কনের বাবা ওলিয়ার রহমানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস জানান, শুক্রবার বিকালে অনুষ্ঠান করে বাল্যবিয়ে হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে কনের বাবার বাড়িতে যান। খবর পেয়ে বর মারুফ হোসেন ও বরযাত্রী পালিয়ে যান। কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম