জনবিচ্ছিন্ন এমপি মানুষ চায় না: চুমকিকে নিয়ে আখতারুজ্জামান
গাজীপুর মহানগর প্রতিনিধি
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৩:৪১ পিএম
গাজীপুর-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও ডাকসু ভিপি আখতারুজ্জামান প্রতিদ্বন্দ্বী মেহের আফরোজ চুমকির উদ্দেশে বলেছেন, ১৫ বছরের জনবিচ্ছিন্ন এমপি এবার জনগণের পছন্দের সারিতে নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুযোগ করে দিয়েছেন জনবান্ধব জনপ্রিয় নেতৃত্ব ভোটে জিতে জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার। তাই ট্রাক মার্কা প্রতীক দ্বাদশ জাতিয় নির্বাচনে জোয়ার উঠেছে। উন্নয়ন জোয়ার অব্যাহত রাখতে দীর্ঘদিনের জনবিচ্ছিন্নদের বয়কট করে জনবান্ধব ও স্মার্ট বাংলাদেশ গড়তে পরিবর্তন দরকার।
বৃহস্পতিবার সকালে গাজীপুর-৫ নির্বাচনি এলাকার পূবাইলের ১৯টি কেন্দ্রের ভোটের প্রচারের সময় বিভিন্ন পথসভায় স্বতন্ত্র প্রার্থী আখতারুজ্জামান এসব কথা বলেন।
আখতারুজ্জামান বলেন, কারো চোখ রাঙানি, হুমকি ধমকিতে ভয় পাবেন না। এটা শেখ হাসিনার নির্বাচন। তাই এমন অপ্রত্যাশিত কিছু করলে তাদের নামগুলো বলে দেবেন।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটির ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন মোল্লা, বেলায়েত হোসেন মোল্লা, অ্যাডভোকেট মজিবুর রহমান, বাককু চেয়ারম্যান, সাহেদ সরকার রাকিব, ফেরদৌস মিয়া, মাসুম মেম্বার প্রমুখ।