অর্থমন্ত্রীর নির্বাচনি প্রচারে গিয়ে নোটিশ পেলেন প্রিসাইডিং অফিসার
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৩, ০৫:১৬ এএম
কুমিল্লা-১০ আসনের লালমাই এলাকায় অর্থমন্ত্রীর নির্বাচনি প্রচারে যান আবদুল হালিম নামে এক প্রিসাইডিং অফিসার।
নির্বাচনি অনুসন্ধান কমিটি কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের চেয়ারম্যান, সিনিয়র সহকারী জজ রাজীব কুমার দেব বুধবার হালিমকে শোকজ করেছেন।
তিনি লালমাই উপজেলার অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের প্রভাষক।
শোকজ নোটিশে বলা হয়েছে, ‘২৬ ডিসেম্বর সামাজিক মাধ্যম, লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের মোবাইল ফোন মারফত তথ্য অনুযায়ী আপনি নৌকা প্রতীকের প্রার্থী আ হ ম মুস্তফা কামালের পক্ষে নির্বাচনি প্রচারণা করেছেন। ২৫ ডিসেম্বর উক্ত আসনের লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের হাজতখোলা বাজারে অর্থমন্ত্রীর মেয়ে ও ছোট ভাই গোলাম সারওয়ারের সঙ্গে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন। প্রচারকালে আপনার হাতে নৌকার লিফলেট ছিল। আপনি প্রার্থীর কন্যাকে কয়েকজন প্রবীণ ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মন্তব্য করেছেন ‘ওরা আমাদের দলের লোক।’ আপনি প্রিসাইডিং অফিসার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করে প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করে নৌকার পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন। আপনার অনুরূপ কার্যকলাপ অবাধ ও সুষ্ঠু নির্বাচনি পরিবেশের পরিপন্থি। তাই আগামী ২৯ ডিসেম্বর বিকালে নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-১০ এর অস্থায়ী কার্যালয় সহকারী জজ আদালতে (বরুড়া) কুমিল্লায় স্বয়ং হাজির হতে কারণ দর্শানোর জন্য আপনাকে নির্দেশ প্রদান করা হল।’
এ বিষয়ে অভিযুক্ত কলেজ শিক্ষক মো. আব্দুল হালিম বলেন, নোটিশ পেয়েছি, যথাসময়ে জবাব দাখিল করব।