Logo
Logo
×

সারাদেশ

হাতিয়ায় তিনটি শাপলা পাতা মাছ ৭২ হাজারে বিক্রি

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩৭ পিএম

হাতিয়ায় তিনটি শাপলা পাতা মাছ ৭২ হাজারে বিক্রি

হাতিয়ার মেঘনা নদী সংলগ্ন বঙ্গোপসাগরে ইলিশের জালে ধরা পড়েছে ৩টি শাপলা পাতা মাছ। পরে ৭২ হাজার টাকা দিয়ে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের সাদিয়া ফিশ এজেন্সি মাছগুলো কিনে নেয়।

বুধবার সকালে জেলেরা মাছগুলো উপজেলার চেয়ারম্যান ঘাটে আনে। তখন মাছগুলো দেখতে উৎসুক লোকজন ঘাটে ভিড় জমিয়েছে।

সাদিয়া ফিশ এজেন্সির পরিচালক মো. বাবু বলেন, আজ থেকে ৭ দিন আগে জাহাজমারার কাটাখালীর সামছু মাঝির জালে মাছগুলো ধরা পড়ে। আজ ভোরে ৭২ হাজার টাকায় মাছগুলো বিক্রি করেন আমাদের দোকানে।

হাতিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সম্পাদক ইসমাইল বলেন, গভীর সাগরে সামছু মাঝির জালে ৩টি শাপলা পাতা মাছ ধরা পড়ে। এরপর আজ ভোরে একটি শাপলা পাতা মাছ ৫০ কেজি, একটি ৬০ কেজি, আরেকটি ৬১ কেজি ওজনের ছিল। মোট তিনটি মাছ ১৭০ কেজি ওজনের হয়। ১৬ হাজার টাকা মনে বিক্রি করা হয় মাছগুলো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম