Logo
Logo
×

সারাদেশ

নৌকা ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে: এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম

Icon

লাকসাম-মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি 

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:৩৫ পিএম

নৌকা ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে: এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলাম বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশ ও আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশি-বিদেশি বিভিন্ন সাংবাদিক ও পর্যবেক্ষণ সংস্থার প্রতিনিধিরা এ নির্বাচন পর্যবেক্ষণ করবেন। ইতোমধ্যে দেশ-বিদেশের মানুষের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

দেশে যখন নির্বাচনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, ঠিক এমন সময়েও বিএনপি-জামায়াতসহ স্বাধীনতাবিরোধীরা নির্বাচন বানচালের ষড়যন্ত্রে মেতে রয়েছেন। ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশে দেশের মানুষ ভোটের মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের জবাব দেবে।

নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকে এবং দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়।
বুধবার কুমিল্লা-৯ নির্বাচনি এলাকার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়ন, মুদাফরগঞ্জ উত্তর ও দক্ষিণ ইউনিয়ন স্কুল মাঠে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউনুস ভূঁইয়া, সম্পাদক মহব্বত আলী, পৌর আওয়ামী লীগের সম্পাদক রফিকুল ইসলাম হিরা, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শাহিন উপস্থিত ছিলেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম