Logo
Logo
×

সারাদেশ

কালোবাজারির অভিযোগ

কক্সবাজারে ট্রেনের  টিকিট নিয়ে র‌্যাবের অনুসন্ধান শুরু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ পিএম

কক্সবাজারে ট্রেনের  টিকিট নিয়ে র‌্যাবের অনুসন্ধান শুরু

ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী বিরতিহীন একমাত্র ট্রেন কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কালোবাজারির অভিযোগে আদালত স্ব-প্রণোদিত মামলা করে র‌্যাবকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে আইকনিক রেল স্টেশনে সরজমিনে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে র‌্যাব।

তদন্তের নেতৃত্বে থাকা কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক এডিশনাল এসপি আবু সালাম চৌধুরী বলেন, ট্রেনটি এ অঞ্চলের মানুষের স্বপ্ন। এখন স্বপ্ন নিয়ে খেলছে কালোবাজারির দল। আমরা সরেজমিন তদন্ত করছি। যারা জড়িত থাকুক তাদের সামনে আনব। আদালতে উপস্থাপন করব।

গত ১৭ ডিসেম্বর কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-১ এর বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা কালোবাজারি দমনে মামলা করেন। মামলার আবেদনে বলা হয়, কক্সবাজার এক্সপ্রেসের টিকিট কালোবাজারি হচ্ছে বলে সম্প্রতি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। সংবাদে বলা হয়েছে একটি সিন্ডিকেট টিকিট বাগিয়ে নেওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন, যা ফৌজদারি কার্যবিধিতে আমলযোগ্য। বিষয়টি নিয়ে কক্সবাজার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত স্ব-প্রণোদিত মামলা করে র‌্যাব-১৫কে তদন্তের নির্দেশ দেন। টিকিট কালোবাজারি হচ্ছে কিনা তদন্ত করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন আদালত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম