Logo
Logo
×

সারাদেশ

যুব সমাজের স্বপ্নপূরণে কাজ করব: শামীম ইসলাম

Icon

যুগান্তর প্রতিবেদন, নবাবগঞ্জ

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ পিএম

যুব সমাজের স্বপ্নপূরণে কাজ করব: শামীম ইসলাম

দোহার-নবাবগঞ্জে (ঢাকা-১ আসন) লাঙ্গল প্রতীকের প্রার্থী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলামকে নির্বাচিত করলে যুব সমাজের স্বপ্নপূরণে কাজ করা হবে বলে জানিয়েছেন প্রার্থীর একমাত্র ছেলে যমুনা গ্রুপের এমডি শামীম ইসলাম। 

মঙ্গলবার বিকালে কৈলাইল ইউনিয়নের দৌলতপুর, মালিকান্দা, নয়াকান্দা, মাশাইল দড়িকান্দা, পাড়াগ্রাম কাটাখালী বাজার এলাকায় ব্যবসায়ী, পথচারী ও যুব সমাজের মধ্যে নির্বাচনি প্রচারণাকালে শামীম ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করে বিশ্বে প্রমাণ করতে চান দলীয় সরকারের অধীনেও ভালো ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে। এ চ্যালেঞ্জকে আমরা সাধুবাদ জানাই। আশা করি নির্বাচনের পরিবেশ সুন্দর ও শান্ত থাকবে। আপনারা সবাই মিলে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। আমি আমার মায়ের জন্য আপনাদের কাছে লাঙ্গল প্রতীকে সমর্থন প্রত্যাশা করি।   

শামীম ইসলাম এদিন কৈলাইল ইউনিয়নের বিভিন্ন স্থানে তার মায়ের নির্বাচনি প্রচারের লিফলেট বিতরণ করেন ও ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, কৃষক ও গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ও তার নির্বাচনি অঙ্গীকার তুলে ধরেন। 

তিনি বলেন, আপনারা আরেকবার লাঙ্গল মার্কায় ভোট দেবেন যাতে পুনরায় আপনাদের সেবা করার সুযোগ পাই। আপনাদের ভোটে বিজয়ী হলে দোহার-নবাবগঞ্জ উপজেলাকে একটি আলোকিত উপজেলা হিসেবে গড়ে তুলতে মায়ের সঙ্গে থেকে কাজ করব। দোহার-নবাবগঞ্জ উপজেলার অবহেলিত এলাকা উন্নয়নের মহাসড়কে উঠতে পারে তা নিশ্চিত করতে চাই আপনাদের ভোট ও সার্বিক সহায়তায়।

শামীম ইসলাম আরও বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আপনাদের প্রিয় মানুষ নুরুল ইসলামের স্বপ্ন ছিল এই এলাকার মানুষের প্রত্যাশা বাস্তবায়নে তার চিন্তা চেতনাকে কাজে লাগানো; কিন্তু সেই স্বপ্নপূরণের আগেই আল্লাহ তাকে নিয়ে গেছেন। বাবার আশা পূরণে মায়ের হাত ধরে আমার পিতৃভূমি নবাবগঞ্জের মানুষের কাছে একটাই চাওয়া লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে আগামী দিনে দোহার-নবাবগঞ্জের মানুষের সুখে-দুঃখে যাতে পাশে থাকতে পারি সেই চেষ্টা অব্যাহত রাখব। 

গণসংযোগকালে কৈলাইল ইউনিয়নের ভোটার গিয়াস উদ্দিনের এক প্রশ্নের জবাবে শামীম ইসলাম বলেন, আপনাদের সবার সহযোগিতায় শেষ পর্যন্ত মাঠে থেকে বিজয় অর্জন করতে চাই। আপনারা কারো ভয়ে আতঙ্কিত হবেন না। অবশ্যই ভোটকেন্দ্রে যাবেন। কোনো অপশক্তিকে ভয় পাবেন না। সবাই একসঙ্গে প্রতিবাদ করতে হবে। নিজের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। মনে রাখবেন এবারের ভোট অবশ্যই সুষ্ঠু হবে এবং আপনাদের ভোটেই জয়-পরাজয় নির্ধারণ হবে।

তিনি এ সময় দলীয় নেতাকর্মীদের বলেন, শুধু জাতীয় পার্টি নয়, সব শ্রেণি-পেশার মানুষের কাছে আমাদের যেতে হবে। তাদের কাছে আমাদের ভোট চাইতে হবে।  তবেই আমরা বিজয় লাভ করতে পারব। এখনো অনেক উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে যা করা হয়ে উঠেনি এ অঞ্চলে। 

এ সময় আরও উপস্থিত ছিলেন- কৈলাইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আইনুল হোসেন চৌধুরী, জিয়া খান, মো. গিয়াস মেম্বার, শাওকাত হোসেন মোল্লা, নাসিফ আহমেদসহ জাতীয় পার্টির জেলা, উপজেলা ও কৈলাইল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম