Logo
Logo
×

সারাদেশ

উলিপুরে মাদক মামলায় জামিন

চিকিৎসক পরিচয়ে পাটগ্রামে ১০ বছর আত্মগোপণে মমিন

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:৩৬ পিএম

চিকিৎসক পরিচয়ে পাটগ্রামে ১০ বছর আত্মগোপণে মমিন

কুড়িগ্রামের ফলবাড়ী উপজেলার বড়লই গ্রামের মাদক কারবারি মমিনুল ইসলাম মমিন ২০১৪ সালে মাদকসহ গ্রেফতার হয়। মামলায় জামিন পাওয়ার পর দীর্ঘ ১০ বছর লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকায় ভুয়া ডাক্তার পরিচয়ে আত্মগোপন করেন। পরবর্তীতে ২০২২ সালে মাদক মামলায় আসামি মমিনুলকে ২ বছরের কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।

ফুলবাড়ী থানা পুলিশ দীর্ঘদিন ধরে ওই আসামিকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্নভাবে অনুসন্ধান করতে থাকে। অনুসন্ধানের এক পর্যায়ে ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে আত্মগোপনে থাকা মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি মমিনুলকে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকা থেকে শনিবার সন্ধ্যায় গ্রেফতার করে। রোববার কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম