দীর্ঘ ৫ বছর পর প্রধানমন্ত্রী রংপুর আসছেন মঙ্গলবার
রংপুর ব্যুরো ও তারাগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৫ পিএম
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে মঙ্গলবার রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এই সফরে তারাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলায় দুটি নির্বাচনি সভায় বত্তৃদ্ধতা করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে উৎসবের আমেজ দেখা দিয়েছে। উজ্জীবিত হয়ে উঠেছেন নেতাকর্মীরা। প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর রংপুর সফরে আসার বিষয়টি রোববার দুপুরে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একেএম শায়াদত হোসেন বকুল। তিনি জানান, দলীয় ফোরাম থেকে প্রধানমন্ত্রীর রংপুরে আসার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টায় প্রথমে তারাগঞ্জ সরকারি কলেজ মাঠে রংপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম আহসানুল হক চৌধুরী ডিউকের নির্বাচনি পথসভা বত্তৃদ্ধতা করবেন। এরপর তিনি সড়ক পথে পীরগঞ্জের ফতেহপুর জয় সদনের উদ্দেশে রওয়ানা দেবেন। শ্বশুরবাড়ি ফতেহপুর জয় সদনে পৌঁছে আন্তর্জাতিক খ্যাতিমান পরমাণু ও পদার্থ বিজ্ঞানী স্বামী প্রয়াত ড. এমএ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করবেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করবেন। পরে জয় সদনে দুপুরের খাবার খাবেন। দুপুরের খাবার হিসাবে তিনি রুটির সঙ্গে ছোট মুরগির মাংস খাবেন বলে জানা গেছে। এরপর সেখানেই বিশ্রাম নেবেন প্রধানমন্ত্রী। পরে বিকালে পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে নৌকার প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরীর নির্বাচনি সভায় বত্তৃদ্ধতা করবেন। এরপর তিনি সড়ক পথে সৈয়দপুর হয়ে বিমানযোগে ঢাকায় ফিরবেন। তিনি দীর্ঘ ৫ বছর পর শ্বশুরবাড়ি এলাকা পীরগঞ্জ সফরে আসছেন।