Logo
Logo
×

সারাদেশ

সাড়ে ৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ০১:০৮ পিএম

সাড়ে ৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে টানা সাড়ে ৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টা থেকে ফেরি সার্ভিস স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার পর থেকে পদ্মা নদীর আববাহিকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ে। একপর্যায়ে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সামান্য দূরেও কোনো কিছু দেখা যায় না। এ সময় দৃষ্টিসীমা শূন্যে নেমে এলে দুর্ঘটনা এড়াতে রাত ৩টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ৩টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। এ ছাড়া পৃথক দুটি ঘাটে ১২টি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে নোঙর করেছিল। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) শাহ মোহাম্মদ খালেজ নেওয়াজ জানান, সকাল সাড়ে ১০টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি সার্ভিস স্বাভাবিক হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম