পিআই ম্যাটস আইএইচটির নবীনবরণ
শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:১৭ পিএম
শাহরাস্তিতে পিপলস ইন্টারন্যাশনাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ও ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (পিআই ম্যাটস আইএইচটি) নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার ঠাকুরবাজারে প্রতিষ্ঠানটির মিলনায়তনে আলোচনা ও নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজউকের পরিচালক মোহাম্মদ সামসুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসির আরাফাত। তিনি বলেন, টেকনিক্যাল পড়াশোনার কোনো বিকল্প নেই। আর প্রতিটা প্রতিষ্ঠানের একটা ক্যাম্পাস থাকা দরকার; সেই ধারাবাহিকতায় জেলায় পিআই ম্যাটস প্রথম একটি প্রতিষ্ঠান। উন্নয়ন করতে হলে আমাদের স্বাস্থ্য এবং শিক্ষার উন্নয়ন করতে হবে- এ প্রতিষ্ঠানটি তাই করে যাচ্ছে।
অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ সামসুল হক তার স্বাগত বক্তব্যে বলেন, উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে টেকনিক্যাল পড়াশোনার বিকল্প নেই। তিনি বলেন, অনার্স-মাস্টার্স পড়ে ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না; তাতে করে এ পড়াশুনা কোনো কাজে আসে না।