Logo
Logo
×

সারাদেশ

যিনি নির্বাচনি আচরণবিধি ভাঙবেন তার বিরুদ্ধেই অ্যাকশন: ইসি রাশেদা

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২৯ পিএম

যিনি নির্বাচনি আচরণবিধি ভাঙবেন তার বিরুদ্ধেই অ্যাকশন: ইসি রাশেদা

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছি। আমাদের কাছে সব প্রার্থীই সমান। যিনি নির্বাচনি আচরণবিধি ভাঙবেন তার বিরুদ্ধেই অ্যাকশন নেওয়া হবে। এমনকি প্রার্থিতাও বাতিল করা হতে পারে। শুধু তাই নয়, আচরণবিধি ভঙ্গ করলে ২০ হাজার থেকে ১ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। আবার যদি কেউ ভয় দেখান বা হুমকি-ধমকি দেন তাহলে তিনি অপরাধী হিসেবে গণ্য হবেন। আইন অনুযায়ী তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাশেদা সুলতানা এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভোটাররা কোনো প্রকার বাধা ছাড়া ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

সভায় জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান, জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম