পাগলের মার্কা নৌকা, আওয়ামী লীগের মার্কা ঈগল! পথসভায় আ.লীগ নেতার বক্তব্য
পটুয়াখালী প্রতিনিধি ও যুগান্তর প্রতিবেদন, কুয়াকাটা
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১১:২৭ পিএম
‘এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা নৌকা।’ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি পথসভায় আওয়ামী লীগ নেতার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকালে পটুয়াখালীর মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থী মাহবুবুর রহমানের নির্বাচনি পথসভায় এ বক্তব্য দেন উপজেলার লতাচাপলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. আনছার উদ্দিন মোল্লা।
বক্তব্যে তাকে বলতে শোনা যায়- ‘প্রত্যেক মা-বোনদের বোঝাবেন, এইবার আওয়ামী লীগের মার্কা ঈগল, আর পাগলের মার্কা হচ্ছে নৌকা।’
এ সময় নৌকার সমর্থকদের হাত কেটে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। বক্তব্যের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পটুয়াখালী-৪ নির্বাচনি এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। দলের পদধারী একজন নেতা নৌকা প্রতীককে ব্যঙ্গ করে বক্তব্য দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন তৃণমূলের নেতাকর্মীরা। বেফাঁস মন্তব্যকারী ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ।
আওয়ামী লীগ নেতা মো. আনছার উদ্দিন মোল্লা পথসভায় দেওয়া বক্তব্যকে অস্বীকার করে বলেন, ওই বক্তব্য এডিট করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার বলেন, ‘তার বক্তব্য বহু মানুষ শুনেছেন। পাগলের মার্কা নৌকা নয়, নৌকা জাতির পিতা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মার্কা। এ দেশের আঠারো কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে এ মার্কায়। তার এ বক্তব্যের বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।’
এ ব্যাপারে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর বলেন, ‘আনছার মোল্লা নিজে নৌকা নিয়ে নির্বাচন করে চেয়ারম্যান হইছেন। নৌকা পাগলের মার্কা হলে তিনি নিজেকে কোন জায়গায় রাখবেন! তার এ বক্তব্য দলের সংবিধান পরিপন্থি। আমরা এ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব।’