Logo
Logo
×

সারাদেশ

চাটখিলে নারিকেলের গুঁড়া ভেবে কীটনাশক খেয়ে কিশোরের মৃত্যু

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ পিএম

চাটখিলে নারিকেলের গুঁড়া ভেবে কীটনাশক খেয়ে কিশোরের মৃত্যু

নোয়াখালীর চাটখিলে নারিকেলের গুড়া ভেবে ইঁদুর মারার কীটনাশক খেয়ে জাহিদুল ইসলাম নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত জাহিদুল ইসলাম ওরফে আল আমিন (১৫) উপজেলার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের মুকবুল আহাম্মেদ চেরাংবাড়ির হান্নান হোসেন ওরফে হানিফের ছেলে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মুকবুল আহাম্মেদ চেরাংবাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল আমিনের মা জেসিমন আক্তার ইঁদুর মারার কীটনাশক চাউলের গুঁড়া, নারিকেলের সঙ্গে মিশিয়ে ইঁদুর মারার জন্য বসতঘরের ভেতর গ্যাসের চুলার পাশে রাখেন। এরপর তিনি সুপারি গাছের খোলা আনতে ঘরের বাইরে যান। পরে আল আমিন দিনের কাজ শেষে ঘরে ঢোকে। একপর্যায়ে চাউলের গুঁড়া ও নারিকেলের খাবার মনে করে অসাবধানতাবশত খেয়ে ফেলে ইঁদুর মারার কীটনাশক। পরে তার গলা জ্বালাপোড়া ও বমি হতে থাকলে তার মা ও বাড়ির লোকজন ভিকটিমকে লক্ষীপুরের চন্দ্রগঞ্জ এসএমকে হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম