Logo
Logo
×

সারাদেশ

দুমকিতে নদীতে বিলীন হচ্ছে সড়ক

Icon

দুমকি দ. (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ১১:০৮ পিএম

দুমকিতে নদীতে বিলীন হচ্ছে সড়ক

পটুয়াখালীর দুমকিতে নির্মাণের ৬ মাসের মাথায়ই ভেঙে যায় এলজিইডির পাকা সড়ক! ধীরে ধীরে ভাঙন ক্রমশই বেড়ে চলছে। নামে মাত্র সংস্কার করলেও নেওয়া হয়নি কোনো টেকসই মেরামতের উদ্যোগ। যাতে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। তাই দ্রুত কার্যকরী ব্যবস্থা না নেওয়া হলে পুরোটা ভেঙে বিচ্ছিন্ন হতে পারে ওই এলাকার সড়ক যোগাযোগ। বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে কৃষক পরিবার।

সরেজমিন পরিদর্শনে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের কচাবুনিয়া নদীর পশ্চিমপাড় নেছারিয়া মাদ্রাসা থেকে পুকুরজানা বাজার সড়কের মাঝামাঝি অন্তত ১০০ মিটার পাকা রাস্তার প্রায় অর্ধেকাংশ নদীতে ভেঙে পড়ে এক বছর আগে। এখন বাকি অর্ধেকাংশেও ফাটল ধরেছে।

স্থানীয়দের অভিযোগ, নদীর তীরে পাইলিং বা সাপোর্টিং না থাকায় সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন সড়কটি মাত্র ছয় মাসেই ভেঙে পড়ে। তবে বছর পাড় হলেও এখনো কোনো টেকসই মেরামতের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। তাছাড়া নদীর তীরে ঝুঁকিপূর্ণ স্থানে পাইল-সাপোর্ট না থাকায় জোয়ারের স্রোতে নিচের মাটি সরে যাওয়ায় সড়ক ভেঙে যাচ্ছে। রাস্তা ভেঙে একবার পানি ঢুকলে বসতঘর তলিয়ে যাওয়াসহ কৃষকের সর্বনাশ হবে।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম