করতাম ফাস্ট বল, কোচ বানিয়ে দিলেন স্পিনার: সাকিব
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০২:০০ পিএম
ছোটবেলায় মাগুরা শহরের নোমানী ময়দানে এসে বসে থাকতাম। সেখানে ক্রিকেট খেলা শেখাতেন গোর্কি ভাই। একদিন খেলতে চাইলাম। তিনি আমাকে বল করতে বললেন। ফাস্ট বল করতাম। গোর্কি ভাই আমাকে স্পিন বল করতে বললে করলাম। তিনি সেটি পছন্দ করে আমাকে স্পিন বলই করতে বললেন। আর সেই থেকেই হয়ে গেলাম স্পিনার।
শুক্রবার মাগুরা জেলার শতাধিক সাবেক ও বর্তমান লিজেন্ড ক্রিকেটারকে নিয়ে শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত মিলনমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব নিজের স্মৃতিচারণ করেন এভাবেই।
নিজের ক্রিকেটার হয়ে ওঠার গল্প শোনানোর পাশাপাশি আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে সাকিব বলেন, নোমানী ময়দানে আমার ক্রিকেটের হাতেখড়ি। সেখানেই আজ নিজ জেলার ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানো। সবাই আমরা একই পরিবারের। যেহেতু সুযোগ এসেছে। অবশ্যই আশা করব সবাই আমাকে ভোট দেবেন। নৌকা মার্কাকে জয়যুক্ত করবেন।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলার ক্রিকেটারদের উদ্যোগে আয়োজিত এ মিলনমেলায় জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাগুরা-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী সাকিব আল হাসানকে সংবর্ধনা দেওয়া হয়।
মিলনমেলা উপলক্ষ্যে শহরের নোমানী ময়দানে জেলার শতাধিক ক্রিকেট খেলোয়াড় চাঁদেরহাট, গড়াই, নবগঙ্গা ও মধুমতি নামে চারটি দলে বিভক্ত হয়ে প্রীতি ম্যাচে অংশ নেন। আর ব্যাট হাতে দুই ওভার বলে ব্যাট চালিয়ে এ প্রীতি ম্যাচের উদ্বোধন করেন সাকিব আল হাসান।
আয়োজন সম্পর্কে সাকিব আল হাসানের ছোটবেলার ক্রিকেট কোচ মাগুরা ক্রিকেট একাডেমির পরিচালক সাদ্দাম হোসেন গোর্কী বলেন, এই আয়োজন মূলত সাকিবকে কেন্দ্র করেই। সে আমাদের ছেলে। বিশ্বের সেরা অলরাউন্ডার ক্রিকেটার। আজ সে মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা জেলার সব ক্রিকেটার তার পাশে আছি। তার জন্য আমাদের শুভকামনা থাকল।