হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় যুবদল নেতা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৯ এএম
খুলনার পাইকগাছা উপজেলা লস্কর ইউনিয়নের যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান প্যারোলে মুক্তি নিয়ে হাতকড়া পরা অবস্থায় বাবার জানাজায় অংশ নিয়েছেন।
বৃহস্পতিবার বাদ আসর উপজেলার লস্কর গ্রামের নিজ বাড়িতে এ জানাজা অনুষ্ঠিত হয়।
ছেলে শহিদুর রহমান শহীদ কারাগারে থাকার সময় তার বাবা ইউনুছ আলী অসুস্থ হয়ে বুধবার মারা যান। বাবার জানাজায় অংশ নিতে পারেন এ জন্য তার পক্ষে হুরাইরা বাদশা খুলনা জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করেন। যার পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন তাকে বেলা সাড়ে ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত প্যারোলে মুক্তি দেন। এর পর তাকে বাড়িতে নিয়ে আসার পর আসর নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নির্দিষ্ট সময় শেষ হতে না হতেই তাকে কারাগারে নেওয়া হয় বলে তার পরিবারের লোকেরা জানিয়েছেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সোনাডাঙ্গা থানার মামলায় পুলিশ আটক করে।