Logo
Logo
×

সারাদেশ

পাঁচ বছর পর নির্বাচনি এলাকায় সাজেদাপুত্র আয়মন

Icon

ফরিদপুর ব্যুরো

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৪ পিএম

পাঁচ বছর পর নির্বাচনি এলাকায় সাজেদাপুত্র আয়মন

দীর্ঘ প্রায় পাঁচ বছর পর ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ছোট ভাইয়ের জন্য ভোট চাইতে নির্বাচনি এলাকায় ফিরেছেন সাজেদাপুত্র আয়মন আকবর বাবলু চৌধুরী। 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ও ছোট ভাই শাহদাব আকবর লাবু চৌধুরীর জন্য ভোট চাইতে এসেছেন তিনি। বুধবার রাতে সালথা উপজেলার রসুলপুরে পৌঁছালে তাকে স্বাগত জানান ছোট ভাই শাহদাব আকবর লাবু চৌধুরী ও তার সমর্থকেরা। দীর্ঘদিন দুই ভাইয়ের মানঅভিমান ভুলে নির্বাচনের প্রচারে কাজ করায় উভয় পক্ষের অনুসারীরা সাধুবাদ জানিয়েছেন। 

সাবেক সংসদ উপনেতা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর দুই ভাইয়ের পুনর্বন্ধনের এ ঘটনায় এলাকায় সাড়া ফেলেছে। নিজ দলীয় স্বতন্ত্র প্রতিপক্ষের বিপরীতে তাদের দুই ভাইয়ের একত্রিত অবস্থান আওয়ামী লীগের অনুসারীদের আশ্বস্ত করেছে। এতে নির্বাচনের মাঠে লাবু চৌধুরীর শক্তি অনেকটা বাড়বে বলে মনে করছেন তার সমর্থকেরা।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আয়মান আকবর বাবলু চৌধুরী মা সাজেদা চৌধুরীর একান্ত ব্যক্তিগত সহকারী ছিলেন। সে সময় তিনি ফরিদপুর-২ আসনের নগরকান্দা ও সালথা উপজেলা আওয়ামী লীগের রাজনীতি পরিচালনা করতেন। এখনো নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি তিনি। 

তবে ২০১৮ সালে বাবলু চৌধুরীকে অপসারণ করে ছোট ছেলে লাবু চৌধুরীকে রাজনৈতিক প্রতিনিধি হিসাবে নিযুক্ত করা হয়। এ সময় শারীরিকভাবে অসুস্থ হওয়ায় নির্বাচনি এলাকাতে কমই সময় দিতেন সাজেদা চৌধুরী। কার্যত সে সময় থেকেই মায়ের আসনের উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন দুই ভাই।

স্থানীয় সূত্র জানায়, বুধবার ঢাকা থেকে প্রথমে ফরিদপুর আসেন আয়মন আকবর বাবলু চৌধুরী। পরে রাত ৮টার দিকে তিনি সালথা উপজেলার রসুলপুরের বাড়িতে পৌঁছান। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম