Logo
Logo
×

সারাদেশ

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মায়ের পর মেয়ের মৃত্যু

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ০১:৩০ এএম

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মায়ের পর মেয়ের মৃত্যু

দক্ষিণ কেরানীগঞ্জের কাটুরাইলের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে মায়ের পর মেয়ে বিনা রানীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ৪০ বছর বয়সি বিনা রানী চক্রবর্তী মারা যান।

এর আগে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিনা রানীর মা উমা চক্রবর্তী।

সোমবার সকালে বাড়ির নিচতলায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘরের দেয়াল উড়ে যায়। দাউ দাউ আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। এতে হতাহতের ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন মারা যাওয়া উমা রানীর ছেলে দেবা চক্রবর্তী (২৮) ও নাতি পিনাক চক্রবর্তী (১৫)।

উমা রানীর নাতি জ্যোতি দাস জানান, ৪ তলা বাড়িটি তার দাদার। নিচতলায় থাকেন দাদি উমা রানী এবং তার ছেলে ও মেয়ের পরিবার। সকালে উমা রানী রান্নার জন্য রান্নাঘরে যান। সেখানে গিয়ে দেয়াশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

তবে ঘটনাটিকে পরিকল্পিত বলে দাবি করেন নিহত উমা রানীর আরেক ছেলে সঞ্জয় চক্রবর্তী। মঙ্গলবার তিনি বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভাই দেবা চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেন, দেবা মাদকাসক্ত। তার অত্যাচারে পরিবারের সবাই অতিষ্ঠ। তার বউ তাকে ছেড়ে চলে গেছে। এসব কারণে দেবা গ্যাস সিলিন্ডার লিক করে রেখেছিল।

মামলার বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, যার বিরুদ্ধে অভিযোগ (দেবা চক্রবর্তী) সে নিজেও এ ঘটনায় দগ্ধ হয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তার অবস্থাও সংকটাপন্ন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর জানা যাবে আসলে কী ঘটেছিল।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানান, দেবা চক্রবর্তী ১৬ শতাংশ ও পিনাক চক্রবর্তী ২৪ শতাংশ দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম