Logo
Logo
×

সারাদেশ

আক্রমণে চারজন আহতের পর চিতাবাঘটি মেরে ফেলা হলো

Icon

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৯:০০ পিএম

আক্রমণে চারজন আহতের পর চিতাবাঘটি মেরে ফেলা হলো

নীলফামারীর কিশোরগঞ্জে বাঘের হামলায় এক শিশুসহ ৪ জন আহত হয়েছেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী আক্রমণকারী চিতাবাঘটিকে পিটিয়ে হত্যা করেছেন। 

বুধবার সকালে মাগুড়া ইউনিয়নের আকালিবেচাপাড়া সংলগ্ন তিস্তা সেচ ক্যানেলের পাশে ঘটনাটি ঘটেছে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- ওই এলাকার বুলেট মিয়া (২৮), ফেরদৌস আলম (৩৫), নায়েব আলী (৪০) ও গুরুত্বর আহত মাগুড়া উত্তরপাড়া গ্রামের চান্দু মিয়ার ছেলে জান্নাতুল ইসলাম (৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টায় ক্যানেলসংলগ্ন কড়ই গাছে স্থানীয়রা চিতাবাঘ দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এসে ওই গাছের আশপাশে ভিড় জমান। 

একপর্যায়ে বাঘটি গাছ থেকে লাফ দিয়ে নেমে লোকজনকে আক্রমণ করলে শিশুসহ ওই ৪ ব্যক্তি আহত হন। পরে স্থানীয় লোকজন লাঠি দিয়ে পিটিয়ে চিতাবাঘটি হত্যা করেন।

মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাই লাঙ্গলের প্রচারণায় এমপির সঙ্গে আছি। আহতদের রংপুরে ভর্তি করেছে বলে শুনেছি।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম