Logo
Logo
×

সারাদেশ

‘এবার পুলিশ তাড়াবে না, পাহারা দিয়ে নিয়ে যাবে’

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম

‘এবার পুলিশ তাড়াবে না, পাহারা দিয়ে নিয়ে যাবে’

নির্বাচনী প্রচারণায় মাহিয়া মাহি।

দ্বাদশ সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। তার নির্বাচনি প্রতীক ট্রাক। এই প্রতীক নিয়ে নির্বাচনে জিততে মাঠ চষে বেড়াচ্ছেন এ চিত্রনায়িকা। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি।  

এদিকে মাহির বিপরীতে লড়ছেন টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরী। ধারণা করা হচ্ছে, তার সঙ্গেই মূল লড়াই করতে হবে মাহিকে। অন্যদিকে ওমর ফারুক হেভিওয়েট প্রার্থী ও ব্যাপক প্রভাবশালী হওয়ায় ভোটাররা মাহির পক্ষে কাজ করতে কিছুটা শঙ্কা প্রকাশ করছেন।  

তবে মাহি ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন— এবার পুলিশ তাড়াবে না; পাহারা দিয়ে নিয়ে যাবে ট্রাক মার্কা ভোট দিতে সবাইকে। যদি ট্রাক মার্কায় ভোট না দিলে আগামী পাঁচ বছর উন্নয়ন থেকে বঞ্চিত হবে এলাকা।   

ভোটের প্রচার-প্রচারণা শুরুর দিন থেকেই গণসংযোগ করে আসছেন। ভোটের মাঠে নায়িকাকে দেখেই ছুটে আসছেন ভোটাররা। নায়িকাকে কাছে পেয়ে অনেকেই সেলফি তুলছেন। হাসিমুখে সবার আবদারও পূরণ করছেন মাহি।  সব পেশার মানুষের সঙ্গে তুলছেন সেলফি।  

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে রাজশাহী-১ আসনে টানা তিনবারের এমপি ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ভোটের লড়াইয়ে নেমেছেন মাহিয়া মাহি। তার নানার বাড়ি তানোর উপজেলার মুণ্ডুমালায়। পার্শ্ববর্তী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তার নিজের বাড়ি।

রাজশাহী-১ আসনে মাহিয়া মাহি, ওমর ফারুক চৌধুরী ও আওয়ামী লীগ নেতা এবং স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানীর লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। আলোচনায় আছেন বিএনএমের প্রার্থী শামসুজ্জোহা বাবুও।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম