Logo
Logo
×

সারাদেশ

নির্বাচনে সহায়তাকারী চেয়ে বিজ্ঞপ্তি, ফের আলোচনায় আখতারুজ্জামান

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৪০ পিএম

নির্বাচনে সহায়তাকারী চেয়ে বিজ্ঞপ্তি, ফের আলোচনায় আখতারুজ্জামান

এবার নির্বাচনে সহায়তাকারীর জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে নতুন করে আলোচনায় কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। এমন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ-প্রচারের ঘটনায় সামাজিক যোগযোগমাধ্যমসহ এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়- নির্বাচনে সহায়তা করার জন্য জরুরিভিত্তিতে প্রতি ওয়ার্ডে কয়েকজন পুরুষ ও নারী নিজ নিজ ওয়ার্ডের জন্য স্বল্পকালীন নির্বাচন সহায়তাকারী হিসেবে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপ্রাপ্ত নির্বাচন সহায়তাকারীদের যথাযথ সম্মানী দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে শিক্ষকতা যোগ্যতা এইচএসসি চাওয়া হয়েছে। জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপিসহ আগ্রহীদের ২০ ডিসেম্বর বেলা ১১টায় সরাসরি পাকুন্দিয়া সদর ঈদগাঁ মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

নির্বাচিত এসব সহায়তাকারীদের ২৫ ডিসেম্বর কাজে যোগ দিতে হবে। ৭ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কাজ করতে হবে।

আখতারুজ্জামান রঞ্জন বলেন, আমি তো বিএনপির না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। অল্প সময়ে তো আর কর্মী হয়ে যাবে না। তাই নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম