Logo
Logo
×

সারাদেশ

নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

Icon

ময়মনসিংহ ব্যুরো

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১০:৩৮ পিএম

নির্বাচন বানচালের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: র‌্যাব ডিজি

র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করার জন্য যা যা করা দরকার সব ব্যবস্থাই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে করব। যদি কেউ নির্বাচনকে বানচালের চেষ্টা করে র‌্যাব তা কঠোর হস্তে দমন করবে। অপরাধ করে কেউ পার পাবে না।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১৪-এর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে নগরীর আকুয়া বাইপাস র‌্যাব-১৪-এর সদর দপ্তরে কেক কেটে দশম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন র‌্যাব মহাপরিচালক।

এ সময় উপস্থিত ছিলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. গোলাম ফেরদৌস, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হেসেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল মো. মাহবুব আলম, র‌্যাব-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, ৩৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইসমাইল হোসেন, র‌্যাব-১৪-এর মিডিয়া অফিসার লুৎফা বেগম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম