Logo
Logo
×

সারাদেশ

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ২ কন্যাশিশুর

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ এএম

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল ২ কন্যাশিশুর

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার (২) ও লুফা মনি (৩) নামে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কিসামত গোবধা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার ও লুফা মনি চাচাতো জ্যাঠাত বোন বলে জানা গেছে। শিশুরা ওই গ্রামের ফারুক হোসেন ও রাশেদুল ইসলামের মেয়ে। 

নিহত ফারজানার বাবা ফারুক হোসেন জানান, নিহত ওই দুই শিশু বাড়ির উঠানে খেলতে গিয়ে সবার অজান্তেই বাড়ির সামনের পুকুরে পানিতে ডুবে যায়। পরে তাদের কোথাও খুঁজে না পেয়ে এক শিশুর দাদি আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে কোথাও না পেয়ে তিনি তার বাড়ির সামনের পুকুরে একটি শিশুর মরদেহ পানিতে ভেসে থাকতে দেখেন। এ সময় তিনি চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে পুকুর থেকে ফারজানা ও লুফা মনির মরদেহ উদ্ধার করেন। 

রাজারহাট থানা ওসি মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরে পানিতে ডুবে দুই কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাজারহাট থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম