Logo
Logo
×

সারাদেশ

প্রতীক বরাদ্দের দিন প্রার্থিতা ফিরে পেলেন নৌকার মাঝি আব্দুস সালাম

Icon

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

প্রতীক বরাদ্দের দিন প্রার্থিতা ফিরে পেলেন নৌকার মাঝি আব্দুস সালাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে প্রার্থিতা ফিরে পেলেন আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। বৃহস্পতিবার হাইকোর্ট থেকে তিনি প্রার্থিতা ফিরে পান। এতে আব্দুস সালাম নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন।

ওই আসনের স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন নৌকা প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে নির্বাচন কমিশনে দায়ের করা আপিল মঞ্জুর হওয়ায় প্রার্থিতা বাতিল হয়েছিল।

পরবর্তীতে আব্দুস সালাম নিজ প্রার্থিতা চ্যালেঞ্জের ওপর রিট করলে হাইকোর্ট ইসির করা মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে স্থগিত করেন। এতে আব্দুস সালাম নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

জানা গেছে, মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়ে ১৯৯৬ এবং ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। বর্তমানে তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। প্রার্থিতা ফিরে পাওয়ায় নান্দাইল উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নৌকার সমর্থকরা আনন্দ মিছিল করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম