Logo
Logo
×

সারাদেশ

হাইকোর্টে ভাগ্য খুলল সাদিক আব্দুল্লাহর

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০১:৪১ পিএম

হাইকোর্টে ভাগ্য খুলল সাদিক আব্দুল্লাহর

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বাতিল করেছেন হাইকোর্ট। এতে তার প্রার্থিতা টিকে গেল।

সোমবার এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি ডিভিশন এই আদেশ দেন।

আরও পড়ুন: ‘দুই নৌকায় পা দিয়ে নির্বাচন হয় না’, আ. লীগ প্রার্থীকে হাইকোর্ট

এর আগে শুক্রবার সকালে নির্বাচন কমিশনের আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিল করে রায় দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন। ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে রিট করেন সাদিক আব্দুল্লাহ।

দ্বৈত নাগরিকত্বের অভিযোগে সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক। এ আবেদন মঞ্জুর হওয়ায় সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল হয়।

অন্যদিকে জাহিদ ফারুক মামলার বিষয়ে তথ্য গোপন করেছেন অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিলের আপিল করেছিলেন সাদিক আব্দুল্লাহ। সেই আপিল নামঞ্জুর করা হয়। ফলে জাহিদ ফারুকের প্রার্থিতা বহাল থাকে।

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহ নৌকার মনোনয়ন চেয়েও বঞ্চিত হন। অবশেষে প্রার্থিতা টিকে যাওয়ায় নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে তার প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম