হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি আহত
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ পিএম
হাতীবান্ধার দই খাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তিন বাংলাদেশি গরু পারাপারকারী (ডাঙ্গোয়াল) আহত হয়েছেন। শনিবার ভোরে সীমান্তের ৯০১ নং মেইন পিলারসংলগ্ন এলাকা দিয়ে গরু পারাপারের সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে দুজনের পায়ে ও অপরজনের হাতে গুলি লাগে বলে জানা গেছে।
আহতরা হলেন- উপজেলার গোতামারী ইউনিয়নের আজিম বাজার এলাকার জুন্নুন আহম্মেদ রনি, বিলুপ্ত ছিটমহল এলাকার আবদুল হাকিম ও পার্শ্ববর্তী গেন্দুগুড়ি এলাকার বাসিন্দা সুজন। জানা গেছে, শনিবার ভোরে ঘন কুয়াশার মাঝে ভারতের অভ্যন্তর থেকে সে দেশের চোরাকারবারিদের সহযোগিতায় গরু নিয়ে ফিরছিলেন একদল বাংলাদেশি। এ সময় ভারতীয় বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে অন্যরা পালিয়ে এলেও তিন বাংলাদেশির মধ্যে দুজনের পায়ে ও একজনের হাতে গুলি লাগে।
আহতদের দুজন রংপুর হাসপাতাল ও অপরজন অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ সাংবাদিকদের বলেন, ‘সীমান্তে তিন বাংলাদেশি গরু পারাপারকারী আহতের খবর শুনেছি। এ ষিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।