Logo
Logo
×

সারাদেশ

লবণের ট্রাকে মিলল ১৮ কেজি আইস

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৭ পিএম

লবণের ট্রাকে মিলল ১৮ কেজি আইস

কক্সবাজার-টেকনাফ সড়কে একটি লবণবোঝাই ট্রাক থেকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকটির চালকসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে ট্রাকটিও।

শুক্রবার ভোরে ওই সড়কের রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার চালকের নাম মো. কেফায়েত উল্লাহ। তার বাড়ি টেকনাফের নোয়াখালী পাড়ায়। আটক অন্যজনের নাম মো. হারুন। তার বাড়ি মহেশখালীয়া পাড়ায়।

গ্রেফতার দুজন বিজিবিকে জানিয়েছেন, উদ্ধার মাদক টেকনাফের সাবরাং ইউনিয়নের কালামিয়ার ছেলে হোসাইন আহমদের।

বিজিবির রামুর ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ট্রাক তল্লাশি করা হয়। লবণের বস্তার ভেতরে সাদা কাপড়ে মোড়ানো বিশেষভাবে লুকায়িত অবস্থায় ১৮ দশমিক ০২০ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়। যেখানে নগদ ৩ লাখ ৩৬ হাজার টাকা, মদ ১ বোতল, চাকু ও তিনটি মোবাইল পাওয়া গেছে।

সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ আরও বলেন, গ্রেফতার দুজনের স্বীকারোক্তি মতে মাদক চক্রের মূলহোতা হোসাইন আহমদ। তাকে ধরার জন্য টেকনাফের সাবরাং এলাকায় অভিযান পরিচালনা করছে বিজিবি। এখন পর্যন্ত হোসাইনকে আটক করা সম্ভব না হলেও যাতে বৈধভাবে দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য তার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।

মামলার পর রামু থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম