Logo
Logo
×

সারাদেশ

বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে: নানক

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৪ পিএম

বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে: নানক

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন তারা। এ জনসভা জাতীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঙালি জাতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের আমাদের বিরুদ্ধে দাঁড় করিয়েছে, অথচ আমাদের নেত্রী বিশ্ব মোড়লদের রক্ষচক্ষুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন। 

এ অবস্থায় প্রধানমন্ত্রীর সিলেটের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে নানক সিলেটের মেয়র, সব কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রদের প্রতি আহবান জানান।

আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জনসভা উপলক্ষ্যে সিলেট বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে নানক এ আহবান জানান। 

বুধবার দুপুরে সিলেট নগরীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালানায় সভায় সম্মানিত অতিথি ছিলেন শেখ হেলাল এমপি।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এমপি, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নন এমপি, সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সদস্য মুসফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধিরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী সভাপতি নুরুল হুদা মুকুট, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির এমপি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাউর রহমান। 

বিশেষ অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। স্বাধীনতা পরবর্তী এ দেশে সব সরকার মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের এক-দশমাংশ উন্নয়ন করতে পারেনি।

সভা শেষে কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীর জনসমাবেশস্থল সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম