বিষাক্ত ট্যাবলেট দিয়ে ৪ শতাধিক মুরগি হত্যা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১১:১০ পিএম
গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে মুরগির শেডের ভেতর বিষাক্ত ট্যাবলেট ছিটিয়ে দেয় দুর্বৃত্তরা। ওই টেবলেট খেয়ে মারা যায় চার শতাধিক মুরগি। এতে ওই ক্ষুদ্র খামারি পনেরো লাখ টাকার ক্ষতির মুখে পড়েন। এমন নিষ্ঠুর ঘটনা ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার বরমী ইউনিয়নের ভিটিপাড়া গ্রামের মো. শহিদুল্লার খামারে।
খামার মালিক জানান, প্রায় পাঁচ বছর ধরে তিলতিল করে নিজস্ব অর্থায়নে লেয়ার মুরগির খামার গড়ে তোলেন। তার খামারে দুইটি শেডে দুই হাজার চারশ’ লেয়ার মুরগি রয়েছে। সোমবার রাত আড়াইটার দিকে হঠাৎ মুরগির ছটফটানি শুনে ঘুম ভেঙে যায়। দৌড়ে গিয়ে দেখতে পান ৪০/৫০টি মুরগি মৃত পড়ে আছে। খোঁজাখুঁজি করে কিছুই দেখতে পাননি। একপর্যায়ে সেডের ভেতর বিষাক্ত টেবলেট ছিটানো দেখতে পান। বিষাক্ত টেবলেট খেয়ে দশ সপ্তাহ বয়সী প্রায় চারশ মুরগি মারা গেছে।