Logo
Logo
×

সারাদেশ

সরাইলে শরীরে পেট্রোল ঢেলে গৃহবধূকে হত্যা

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম

সরাইলে শরীরে পেট্রোল ঢেলে গৃহবধূকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যৌতুকের দাবিতে গৃহবধূ সাহিদা আক্তারকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করেছে স্বামী আল আমিন মিয়া। সোমবার সকালে উপজেলার কালিকচ্ছ এলাকায় এ ঘটনা ঘটে। সাহিদা উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও (মুন্সি বাড়ির) আলাই মিয়ার মেয়ে।

এজাহার থেকে জানা যায়, কালিকচ্ছ (মধ্য পাড়া) গ্রামের সেলিম মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে ৮ বছর আগে সাহিদার বিয়ে হয়। তাদের সংসারে ৭ বছরের এক ছেলে ও ২ বছরের এক মেয়ে আছে। গত ৩-৪ বছর ধরে পরকীয়ায় জড়িয়ে পড়েন আল আমিন। সেই জের ও যৌতুকের দাবিতে সোমবার আল আমিন নিজ বসতঘরে সাহিদার শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেন। সাহিদার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মঙ্গলবার ভোরে সাহিদার মৃত্যু হয়। এ ঘটনায় মঙ্গলবার সাহিদার ভাই মো. আবেদ মুন্সি বাদী হয়ে সরাইল থানায় চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, আল আমিন তার স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেছে। আল-আমিনকে ঢাকা থেকে গ্রেফতার করেছি। তার হাত-পা কিছুটা পুড়ে যাওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম