Logo
Logo
×

সারাদেশ

পেট্রল ছিটিয়ে পাম্পে আগুন দেওয়ার হুমকি

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩, ১০:৪৯ পিএম

পেট্রল ছিটিয়ে পাম্পে আগুন দেওয়ার হুমকি

নগরীর গল্লামারী এলাকার ‘মেট্রো ফিলিং স্টেশন’ নামের একটি পেট্রল পাম্পে চাঁদা দাবি এবং পাম্পটি আগুন দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন চাকরিচ্যুত সিআইডি পরিদর্শক মধুসূদন। পাম্পে এসে নজেল দিয়ে পেট্রল ছড়িয়ে দেওয়ার পর আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পুরো ঘটনা সিসি টিভি ফুটেজে ধারণ করা রয়েছে।

এ ঘটনায় খুলনার পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ এবং লবণচরা থানায় মামলা হয়েছে। এদিকে প্রায় তিন বছর আগে মধুসূদনকে বিভাগীয় মামলার তদন্তের পর চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে খুলনার সিআইডি অফিস থেকে জানা যায়। চাকরি যাওয়ার আগে মধুসূদন খুলনায় কর্মরত ছিলেন।

জানা যায়, ৭ ডিসেম্বর রাত ১টায় খুলনার গল্লামারীর মেট্রো ফিলিং স্টেশনে একটি মোটরসাইকেল নিয়ে এসে নিজেকে সিআইডির এসআই হিসাবে পরিচয় দেন মধুসূদন। মোটরসাইকেলে দুইজন ছিল। এ সময় মধুসূদন এক হাজার টাকার পেট্রল বাকিতে দাবি করেন। দায়িত্বরতরা পেট্রল দিতে না চাইলে মধুসূদন তাদের মারধর করেন এবং জোরপূর্বক নিজেই তেল গ্রহণ করেন। তেল গ্রহণ শেষে পেট্রল পাম্প এলাকায় নজেল দিয়ে পেট্রল ছড়িয়ে দেন এবং আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেন। অবস্থা বেগতিক দেখে পাম্প কর্তৃপক্ষ থানায় মোবাইল করলে পুলিশ এসে মধুসূদনকে নিয়ে যায়।

এ ব্যাপারে পেট্রল পাম্প মালিক অ্যাডভোকেট মাসুদ হোসেন রনি সিসি ক্যামেরা ফুটেজসহ খুলনা পুলিশ কমিশনারের কাছে ১০ ডিসেম্বর অভিযোগ করেন। পাশপাশি সোমবার রাতে পেট্রল পাম্পটির ম্যানেজার নূর ইসলাম লবণচরা থানায় মধুসূদনসহ দুই জনকে আসামি করে মামলা করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম