Logo
Logo
×

সারাদেশ

কুড়িগ্রামে নির্বাচনি প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধের দাবি

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ পিএম

কুড়িগ্রামে নির্বাচনি প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধের দাবি

কুড়িগ্রামে নির্বাচনি প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্ফার্স (এনসিটিএফ)।

সোমবার জেলা প্রশাসক মাহাম্মদ সাইদুল আরীফ এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বরাবর এ স্মারকলিপি দেয় সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মার্জিয়া মৃধা, সহ-সভাপতি ইয়াসির আরাফাত, যুগ্ম সম্পাদক মুহাম্মদ সাদাত সিফার সিলভী, কামরুননাহার কনা, জানাতুল ফেরদৌস যুথি, চাইল্ড পার্লামেন্ট সদস্য সোফিয়া বরণ, ইয়েস বাংলাদশের জেলা ভলেন্টিয়ার রেজওয়ানুল হক নুরনবী ও খাদিজা আক্তার। 
শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত ও সুরক্ষার জন্য নির্বাচনি কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এ স্মারকলিপি দেওয়া হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম