কুড়িগ্রামে নির্বাচনি প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধের দাবি
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ পিএম
কুড়িগ্রামে নির্বাচনি প্রচারণায় শিশুদের ব্যবহার বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে ন্যাশনাল চিলড্রেন’স্ টাস্ফার্স (এনসিটিএফ)।
সোমবার জেলা প্রশাসক মাহাম্মদ সাইদুল আরীফ এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাজ উদ্দিন বরাবর এ স্মারকলিপি দেয় সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মার্জিয়া মৃধা, সহ-সভাপতি ইয়াসির আরাফাত, যুগ্ম সম্পাদক মুহাম্মদ সাদাত সিফার সিলভী, কামরুননাহার কনা, জানাতুল ফেরদৌস যুথি, চাইল্ড পার্লামেন্ট সদস্য সোফিয়া বরণ, ইয়েস বাংলাদশের জেলা ভলেন্টিয়ার রেজওয়ানুল হক নুরনবী ও খাদিজা আক্তার।
শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত ও সুরক্ষার জন্য নির্বাচনি কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার না করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এ স্মারকলিপি দেওয়া হয়।