Logo
Logo
×

সারাদেশ

ফেরি থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধ বরযাত্রীর লাশ ৫২ ঘণ্টা পর উদ্ধার

Icon

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ০৬:১৭ পিএম

ফেরি থেকে পড়ে নিখোঁজ বৃদ্ধ বরযাত্রীর লাশ ৫২ ঘণ্টা পর উদ্ধার

ছেলের শ্যালকের বিয়ের বরযাত্রী যাওয়ার সময় মোরেলগঞ্জ পানগুছি নদী পারাপারের চলন্ত ফেরি থেকে পড়ে নিখোঁজ হন বৃদ্ধ ফজলুল হক শেখ। ৫২ ঘণ্টা পর রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থলের কাছ থেকেই ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস লাশ উদ্ধারের পর ওই রাতেই মোরেলগঞ্জ থানায় হস্তান্তর করেছে। পুলিশ আইনি প্রক্রিয়া শেষে সোমবার পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

মোরেলগঞ্জের সীমান্তবর্তী পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার চর খোলপেটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে ফজলুল হক শেখ (৭০) ছেলে শেলিম শেখের শ্যালকের বিয়ের বরযাত্রী হিসেবে যাচ্ছিলেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় মোবাইল ফোনে কথা বলতে বলতে অসতর্কতাবশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন ফজলুল হক। মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস কর্মীরা ট্রলার নিয়ে নদীতে তল্লাশি চালিয়ে নিখোঁজ ফজলুল হকের সন্ধান না পেয়ে বিষয়টি ফায়ার সার্ভিসের খুলনা কন্ট্রোলকে অবহিত করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোরেলগঞ্জের ওয়ার হাউজ ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ বলেন, শনিবার সকাল থেকে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ও কোস্টগার্ড যৌথভাবে নিখোঁজ ফজলুল হকের লাশের সন্ধানে মোরেলগঞ্জের পানগুছি নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছিলেন। অবশেষে রোববার রাত ২টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসউদ্দিন বলেন, নদীতে পড়ে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আমরা নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করেছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম