Logo
Logo
×

সারাদেশ

নিষেধাজ্ঞা দিলেও ভারত থেকে ২৬ ট্রাকে এলো ৭৪৩ টন পেঁয়াজ

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৪ পিএম

নিষেধাজ্ঞা দিলেও ভারত থেকে ২৬ ট্রাকে এলো ৭৪৩ টন পেঁয়াজ

ভারত পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা দিলেও চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে একদিনে ৭৪৩ টন পেঁয়াজ এসেছে। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ২৬ ট্রাকে এই ৭৪৩ মেট্রিক টন পেঁয়াজ স্থলবন্দরের ইয়ার্ডে প্রবেশ করে।

রোববার সকালে সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের পোর্ট ম্যানেজার মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ রয়েছে। তবে আমদানিকারকরা ভারতীয় পেঁয়াজ কেনার জন্য যে এলসি করেছিল সেই পেঁয়াজগুলো এখন আমাদের স্থলবন্দরে আসছে। তবে আর কতদিন এভাবে পেঁয়াজ আসবে তা আমি নিশ্চিত নই। নতুন করে আর এলসি পাওয়া যাবে না বলেও জানান তিনি।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে ৭ ডিসেম্বর হতে আগামী ৩১ মার্চ পর্যন্ত ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করবে না। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের খবরেই চাঁপাইনবাবগঞ্জের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম