Logo
Logo
×

সারাদেশ

বেলকুচিতে প্রতিবন্ধী ধর্ষণ, ১০ হাজার টাকায় রফাদফা

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম

বেলকুচিতে প্রতিবন্ধী ধর্ষণ, ১০ হাজার টাকায় রফাদফা

বেলকুচিতে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে নাজমুল শেখ (২০) এর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া জামতৈল এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষক ওই গ্রামের নুর আলম শেখের ছেলে।

এ ঘটনায় গ্রাম্য সালিশের আশ্বাস দিয়ে তিন দিন পর নাজমুলকে চড় থাপ্পর ও ১০ হাজার টাকা জরিমানা ধরে রফাদফা করে দিয়েছেন স্থানীয় মাতব্বররা।

মানসিক প্রতিবন্ধী শিশুটির মা জানান, মঙ্গলবার দুপুরে আমার মেয়ে বাড়ির পাশে খেলছিল। এ সময় প্রতিবেশী নাজমুল কৌশলে আমার মেয়েকে নিজ বাড়িতে নিয়ে মুখে গামছা বেঁধে ধর্ষণ করে। পরে মেয়ে বাড়িতে এসে ধর্ষণের বর্ণনা দেয় আমার কাছে। এ ঘটনার পর স্থানীয় কিছু মাতব্বর উপযুক্ত বিচারের আশ্বাস দিয়ে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও বিচার করতে তালবাহানা করে। শুক্রবার সকালে সাবেক ইউপি সদস্য আলমাছ সরকারের তত্ত্বাবধানে সালিশি বৈঠকে ধর্ষক নাজমুলকে চড় থাপ্পর ও ১০ হাজার টাকা জরিমানা ধরে ঘটনাটি রফাদফা করে। শিশুটির মা আরও বলেন, ওই ছেলে এর আগেও আমার মেয়ের সঙ্গে এ ধরনের কাজ করেছে। কিন্তু গ্রামের মাতবরের কারণে সঠিক বিচার পেলাম না।

এ ব্যাপারে সাবেক ইউপি সদস্য আলমাছ আলীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি জানান, প্রতিবন্ধী শিশু ধর্ষণের ব্যাপারটি মীমাংসা করে দেওয়া হয়েছে। তবে কি মীমাংসা হয়েছে? সে বিষয়ে তিনি এড়িয়ে যান।

এ ব্যাপারে বেলকুচি থানার ওসি আনিছুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম