রাজবাড়ীতে মধুমতি ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫২ পিএম
![রাজবাড়ীতে মধুমতি ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/12/08/image-749102-1702047117.jpg)
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের রেলস্টেশনে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধন চলাকালে স্থানীয়রা খানখানাপুরে রেলওয়ে স্টেশন এলাকায় মধুমতি এক্সপ্রেস ট্রেনটিকে ১০ মিনিট থামিয়ে রাখেন।
শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী খানখানাপুর রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করেন।
আলমগীর হোসেনের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের নেতা রেজাউল করিম লাল, ইউনিয়ন আওয়ামী লীগের শেখ ফরহাদ হোসেন নান্নু, হারুনুর রশিদ হারুন, নব কুমার দত্ত, বাজার ব্যবসায়ী সমিতির রাকিবুল হাসান বাদশা, শাহরিয়ার হাসান ফারুক প্রমুখ।