Logo
Logo
×

সারাদেশ

খুবির বাস ভাঙচুর

বিএনপির ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

Icon

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৫ পিএম

বিএনপির ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাস ভাঙচুরের ঘটনায় বিএনপির ১০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার দুপুরে শেরেবাংলা রোডে বিএনপির ডাকা অবরোধের সময় বাস ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানার এসআই আশিক রেজা বাদী হয়ে মামলাটি করেন।

খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহ্বায়ক শের আলম সান্টু, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, তৈয়েবুর রহমান, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, মেখ সাদী, সোনাডাঙ্গা থানা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান মনি, সদর থানা বিএনপির সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, বিএনপি নেতা একরামুল কবির মিল্টন, তারিকুল ইসলাম তারেক, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইসতি, সদস্য সচিব তাজিম বিশ্বাস, ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম বাবু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলালসহ ৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আরও ৫০ জনকে আসামি করা হয়েছে। এদিকে বাস ভাঙচুরের ঘটনায় ১৯নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইলিয়াস হাওলাদার, বিএনপি কর্মী নাসির আহমেদ ও মো. দুলালকে গ্রেফতার করেছে পুলিশ।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, খুবির বাস ভাঙচুরের মামলায় বৃহস্পতিবার বিএনপির তিনজনকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম