পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না আফসানার
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৩, ০৬:০১ পিএম
![পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না আফসানার](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/12/08/image-749066-1702036885.jpg)
কাউনিয়ায় পরীক্ষা দিয়ে বাড়ি ফেরা হলো না আফসানা খাতুনের (১২)। ব্যাটারিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চাপা পড়ে মারা যায় সে।
শুক্রবার দুপুরে উপজেলার রাজীব স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটেছে।
আফসানা উপজেলার শিবু দইটারী গ্রামের বাসিন্দা আয়নাল হকের মেয়ে। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, আফসানা কিন্ডারগার্টেন সোসাইটির বৃত্তি পরীক্ষা দিয়ে অটোযোগে বাড়ি ফিরছিল। অটোরিকশাটি টেপামধুপুর রাজীব সরকারি প্রাথমিক স্কুলের সামনে পৌঁছলে অপরদিক আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটলে সে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।