বাইকে আসা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়: বাসচালক
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ পিএম
সিলেটে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত সাড়ে আটটার দিকে কদমতলী বাস টার্মিনাল এলাকায় মোটর সাইকেলে আসা দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। এসময় বাসে কোনো যাত্রী ছিল না।
বাসের চালক জাবেদ মিয়া জানান, বালাগঞ্জ থেকে যাত্রী নিয়ে কদমতলী বাস টার্মিনালে নামিয়ে দিয়ে রেল স্টেশনের সামনের রাস্তার পাশে পার্কিং করে পাশের দোকানে চা খেতে যান তিনি। এ সময় হঠাতই বাস থেকে ধোঁয়া উড়তে দেখে দৌড়ে যান। এসে দেখেন তিনটি মোটরসাইকেলে ছয়জন দ্রুত পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট এসে আগুন নেভায় ততক্ষণে গাড়ির ভেতরের অংশ পুড়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) সুহেল রেজা জানান, সারা দেশব্যাপী যারা অবরোধের নামে জ্বালাও-পোড়াও করছে তাদের কেউ এ ঘটনাটি ঘটিয়েছে। পুলিশ ইতোমধ্যে নাশকতাকারীদের ধরতে অভিযানে নেমেছে।