Logo
Logo
×

সারাদেশ

রিটার্নিং কর্মকর্তার বাসভবনের পাশে দুটি ককটেল বিষ্ফোরণ

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৭ এএম

রিটার্নিং কর্মকর্তার বাসভবনের পাশে দুটি ককটেল বিষ্ফোরণ

পুলিশ সুপার ছাইদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছেন। ছবি: যুগান্তর

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার বাসভবনের পাশে অফিসার্স ক্লাবের টেনিস কোর্টে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। পর পর দুই ককটেল বিকট শব্দে বিস্ফোরণ হয়।

এসময় টেনিস কোর্টে কেউ না থাকায় কোন হাতাহতের ঘটনা ঘটেনি। তবে ঘটনাস্থলে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বিষ্ফোরণের বিকট শব্দে জেলা প্রশাসক একেএম গালিভ খানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ সুপার ছাইদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

জেলা প্রশাসক একেএম গালিভ খান বলেন, পাশের পুরাতন স্টেডিয়াম মাঠ থেকে টেনিস কোর্টে দুটি ককটেল নিক্ষেপ করে দূর্বৃত্তরা। সেসময় টেনিস কোর্টে কেউ ছিলনা। ধারণা করা হচ্ছে আতঙ্ক ছড়াতে এমনটি করা হয়েছে। ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ সুপারসহ আইন-শৃংখলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থলে এসেছে। সিসিটি ক্যামেরা দেখে অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে। 

এছাড়া সন্ধ্যা ৭টার দিকে শহরের শান্তিমোড় মাইক্রোষ্টান্ডে আরও দু’টি ককটেল বিস্ফোরণ ঘটে। 

প্রসঙ্গত, এর আগে জেলা নির্বাচন অফিস ও বিএনএমের প্রার্থী মাওলানা আব্দুল মতিনের বাসভবন লক্ষ করে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায় দূর্বৃত্তরা।


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম