ডিজিএফআই কর্মকর্তা হত্যা
আদালতে আরসা প্রধানসহ ৫১ জনের অভিযোগপত্র গ্রহণ
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:২১ পিএম
রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে গোয়েন্দা সংস্থা (ডিজিএফআই) কর্মকর্তা স্কোয়াড্রন লিডার রিজওয়ান রুশদী নিহতের ঘটনায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির (আরসা) আমির আতাউল্লাহ জুনসীসহ ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
সোমবার বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছাইনের আদালত এ অভিযোগপত্র গ্রহণ করেন। সে সঙ্গে বিচারক পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
বান্দরবান আদালতের পরিদর্শক একে ফজলুল হক জানান, ৫১ জন আসামি বিরুদ্ধে আদালত অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন। আসামিদের মধ্যে ৯ জন কারাগারে রয়েছে। বাকিদের বিরুদ্ধে আদালত পরোয়ানা জারি করেছেন।
পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৪ নভেম্বর সন্ধ্যায় তুমব্র“ সীমান্তের শূন্যরেখার রোহিঙ্গা আশ্রয়শিবিরের কাছে মাদকবিরোধী অভিযানে নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ও ডিজিএফআইয়ের বিশেষ একটি দল। তখন রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন রিজওয়ান রুশদী। গুলিবিদ্ধ হন র্যাব-১৫ কক্সবাজারের সদস্য সোহেল বড়ুয়া। গুলিতে শূন্যরেখার আশ্রয়শিবিরের রোহিঙ্গা তরুণী সাজেদা বেগমও (২০) নিহত হন।
এ ঘটনায় গত বছরের ২৩ নভেম্বর রাতে নাইক্ষ্যংছড়ি থানায় ডিজিএফআই কক্সবাজার কার্যালয়ের মাঠ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন মামলা করেন। আরসার প্রধান কমান্ডার আতাউল্লাহ আবু আম্মার ওরফে জুনুনিকে প্রধান করে ৩১ জনের নাম উল্লেখ করে মোট ৬৬ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
পরে চলতি বছরের ১৩ নভেম্বর মামলার কর্মকর্তা ইন্সপেক্টর মাহাফুজ ইমতিয়াজ ৫১ জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।