ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ২
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ১১:০৬ পিএম
![ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ২](https://cdn.jugantor.com/assets/news_photos/2023/12/04/image-747676-1701709574.jpg)
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত এবং একজন আহত হয়েছেন।
সোমবার বিকাল ৫টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের পেঠান শাহ দরগার কাছে নয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহত নারীকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি ৭নং ওয়ার্ডের বাসিন্দা মো. হোসেনের ছেলে মো. ইকবাল হোসেন বাবর (৫৫) ও তারই নাতনি আজোয়া আক্তার (৫)।
লোহাগাড়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. রুবেল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাবা, মেয়ে ও নাতনি বাইকে করে সাতকানিয়া থেকে লোহাগাড়া ফেরার পথে কক্সবাজারমুখী ইটবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। ট্রাকচাপায় পিষ্ট হয়ে ইকবাল হোসেন ও তারই নাতনি আজোয়া ঘটনাস্থলে মারা যান। আজোয়ার মা সামিরা বেগমকে (২৭) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।