আচরণবিধি লংঘন
খুলনা-৬ আসনে সেই বিএনএম প্রার্থীকে শোকজ
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:৫৫ পিএম
নির্বাচনি আচরণবিধি লংঘনের অভিযোগে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী ব্যারিস্টার নেওয়াজ মোরশেদকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
রোববার নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আদালতে উপস্থিত হয়ে তাকে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নোটিশে জানানো হয়, শনিবার শতাধিক মোটরসাইকেল ও সহস্রাধিক লোকজন নিয়ে কয়রা বাজারে শোডাউন করেন ব্যারিস্টার নেওয়াজ মোরশেদ।
এতে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পরদিন দৈনিক যুগান্তরে সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি নির্বাচনি অনুসন্ধান কমিটির নজরে আসে। প্রার্থীর এমন কর্মকাণ্ড আচরণ বিধিমালার সুস্পষ্ট লংঘন করেছে। নেওয়াজ মোরশেদের প্রতিনিধি কয়রা উপজেলা বিএনএম সভাপতি সিরাজুদ্দৌলা লিংকন বলেন, আমাদের দলের প্রার্থী এখানে আসায় শুভাকাক্সক্ষী ও ভক্তরা সমবেত হয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। যেটা হয়েছে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।