Logo
Logo
×

সারাদেশ

আড়াইহাজারে অপসারণ কার্যক্রম পরিচালনা করল ইসি

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ পিএম

আড়াইহাজারে অপসারণ কার্যক্রম পরিচালনা করল ইসি

আচরণবিধি লঙ্ঘন করে ব্যানার, ফেস্টুন টানিয়ে নির্বাচনি প্রচারণা চালানোয় নারায়ণগঞ্জের আড়াইহাজারে অপসারণ কার্যক্রম পরিচালনা করেছে নির্বাচন কমিশন। 

রোববার (৩ ডিসেম্বর) সারাদিন আড়াইহাজার বাজার, চৌরাস্তা, শিবপুর, দক্ষিণপাড়া, বাঘানগরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ইশতিয়াক আহমেদ। 

এ সময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু এবং জাকের পার্টির প্রার্থী শাজাহানের ব্যানার, ফেস্টুন অপসারণ করা হয়। 

এ বিষয়ে ইশতিয়াক আহমেদ জানান, নির্বাচন আচরণবিধি প্রতিপালনের অংশ হিসেবে জেলা রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুযায়ী আজ এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রতীক বরাদ্ধের আগে ব্যানার, ফেস্টুনের মাধ্যমে এভাবে প্রচারণা চালানো আচরণবিধি লঙ্ঘনের শামিল। তাই আজ এইসব ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে। 

আগামীতেও এভাবে আচরণবিধি লঙ্ঘন করলে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম