Logo
Logo
×

সারাদেশ

বিএনএমের ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ পিএম

বিএনএমের ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল

পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর মনোনয়ন বাতিল হয়েছে। 

ক্রেডিট কার্ডসংক্রান্ত খেলাপি ঋণের কারণে রোববার মনোনয়নপত্রটি বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেন, সংগীতশিল্পী ডলি সায়ন্তনী কয়েকটি ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিয়েছেন। এই কার্ডগুলোর বিপরীতে নেওয়া ঋণখেলাপি রয়েছে বলে ব্যাংকগুলো থেকে তথ্য-প্রমাণ এসেছে। 

এ কারণে নির্বাচনী প্রার্থী যাচাই-বাছাই বিধিমালায় তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। তবে তিনি প্রয়োজনীয় প্রমাণ উপস্থাপন করে আপিল করতে পারবেন।

তবে খেলাপি ঋণের বিষয়টি অস্বীকার করেছেন ডলি সায়ন্তনী। 

তিনি বলেন, আমার ক্রেডিট কার্ডে কোনো বকেয়া নেই। সব বকেয়া পরিশোধ করা আছে। প্রয়োজনীয় প্রমাণ নিয়ে আপিল করব। আশা করি, এ বিষয়ে সঠিক বিচার পাব।

গত ২০ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনএমের কার্যালয়ে ডলি সায়ন্তনী দলটিতে যোগ দিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ এবং বিএনএম থেকে পাবনা-২ (বেড়ার একাংশ ও সুজানগর) আসনে মনোনয়নপত্র জমা দেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম